ঈশান কোণে জমেছে মেঘ
এই বুঝি নামবে বৃষ্টি,
ঝমঝমিয়ে বৃষ্টি এসে
শীতল করবে বিশ্বসৃষ্টি।


আকাশে কালো মেঘের ঘনঘটা
আদিগন্ত বিস্তৃত নিস্তব্ধতা,
দমকা হাওয়ায় বৃষ্টির আগমনী বার্তা
বাড়িয়ে দিলো নিঃসঙ্গতা।


অঝোর ধারায় ঝরছে বৃষ্টি
বৃষ্টির ফোঁটা টুপটাপ,
বৃষ্টির সুরের মূর্ছনায়
মনের রাগ-ক্ষোভ হলো নিরুত্তাপ।


বৃষ্টির দিনে রাখালের তাড়াহুড়া,
পাখিরা ফিরছে নীড়ে,
গৃহস্থালিরা গোছাচ্ছে কাজ
মাঝিরা ভিড়াচ্ছে নৌকা তীরে‌।


নদ-নদীতে আসলো বান
নতুন বৃষ্টির পরশে,
প্রকৃতি আজ সাজলো সতেজ
বৃষ্টির ফোঁটার স্পর্শে।


ঘাসের উপর বৃষ্টির ফোঁটা
লাগছে মুক্তোর মত,
তাই দেখে মন উঠলো হেসে
কাব্য রচি কতশত।


কখনো মুষলধারে, কখনো ঝিরিঝিরি
ঝরছে বৃষ্টি সারাদিন,
পরিবেশটা আজ শান্ত শীতল
রামধনুতে হলো রঙিন।