আকাশে উঠলো হেসে চাঁদ
            খুশির ইদ এলোরে,
খুশির ইদে মেতে সবার
           দুঃখ-কষ্ট চলে গেলোরে।


ইদের দিনের নতুন পোশাক
           আর খাবারের মিষ্টি গন্ধ,
এই দিনে থাকেনা কোনো বিবাদ
            থাকেনাতো কোনো দ্বন্দ্ব।


ইদের দিনে ইদগাহেতে
           নামাজ পড়তে যাই,
ইদের দিনে কোলাকুলি করে
          কত যে আনন্দ পাই।


ইদের দিনে ইদগাহেতে
          দেখি অনেক লোক,
ধনী-গরীব সবাইকে বলি
                ইদ মোবারক।


ইদের দিনে ধনী-গরীব
          ভেদাভেদ যায় ভুলে,
খুশির ইদের আনন্দ
          উপভোগ করি সবাই মিলে।