কলম,
তোমার দ্বারা কবি লিখে কবিতা
ফুটিয়ে তোলে অব্যক্ত মনের ভাষা।


কলম,
তুমি আছো বলেই প্রেমিক লিখে চিঠি
জানান দেয় তার হৃদয়ের শত আশা।


কলম,
তুমি সাংবাদিকের বজ্রকঠিন হাতিয়ার
সত্য-মিথ্যা তুলে ধরার শক্তি।


কলম,
তোমার সাহায্যে বিচারক লেখে রায়
দোষীকে দেয় শাস্তি, নিরাপরাধকে মুক্তি।


কলম,
তুমি শিক্ষকের জন্য শিক্ষা উপকরণ
সভ্যতার মূর্খতা দাও মুছে।


কলম,
তোমার দ্বারা কোমল শিশু শিখে অক্ষরজ্ঞান
প্রথম আবেগ তার কাছে।


কলম,
তুমি আছো বলেই হয়েছে সৃষ্টি
কতশত গল্প,উপন্যাস, কবিতা।


কলম,
তোমার জোরেই নজরুল, রবীন্দ্রনাথ
দেখিয়েছে জ্ঞানের প্রখরতা।


কলম,
তুমি আছো বলেই বিজ্ঞান, সভ্যতা, সংস্কৃতি উন্নতির শিখরে,
আধুনিকতার দিয়েছো পরশ।


কলম,
তুমি অন্যায়-অবিচারের বিরুদ্ধে অকুতোভয় সৈনিক,
প্রতিবাদের যুগিয়েছো সাহস।


কলম,
তুমি নীরবতার স্বাক্ষী
তুলে ধরো কত বেদনার কাহিনী।


কলম,
তোমার কালি অনেক মূল্যবান আর পবিত্র
তোমার কাছে হয়ে আছি ঋণী।


কলম,
তোমার গতি কখনো থামার নয়
থামাতে পারবেনা কেউ।


কলম,
তুমি জাগ্রত করো মানুষের বিবেক
জাগাও সত্য-সুন্দর, আলোকময় জীবনের ঢেউ।


--------------------------------------------
প্রিয় উক্তি:-
'একটি কলমের সাহায্যে যেভাবে হৃদয়ের কথা উৎসারিত হয়, তেমনি আর কিছুতেই হয় না'।
<চার্লস গ্রভিল>