যেমন কর্ম তেমন ফল, জানে এটা সবে,
তাও নেই কারো হুশ;
খাচ্ছে শুধু সুদ-ঘুষ,
ইহকালের কর্মফলই পরকালে পাবে।
সততায় পাবে পূণ্য;
মন্দ কাজে সব শূন্য,
পড়ে থাকবে সবকিছু, কর্মফলই যাবে।


--------------------------------------------


**কৃতজ্ঞতা জানাই এই আসরের প্রিয় কবি রহমান মুজিবকে, যিনি এই কাব্য কাঠামো উদ্ভাবন করেছেন।


**রমুছাঁচ সম্পর্কে বিস্তারিত জানার লিংক কপি-পেস্টের সুবিধার্থে কমেন্ট বক্সে দেয়া হল।