বর্ণ পরিচয় দিয়ে তোমার সাথে সাক্ষাৎ
শিখেছি অ-আ-ক-খ,
অমূল্য সম্পদ করতে আহরণ
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখো।


তুমি বই, পড়ি তোমাকে
তুমি যে জ্ঞানের ভান্ডার,
নতুন নতুন তথ্যের জানান দিয়ে
বাড়াও বিদ্যার সমাহার।


তুমি বই, পড়লে তোমাকে
আত্মা হয় পরিতৃপ্ত,
নিত্যদিনের সঙ্গী তুমি
করো সুশিক্ষায় বিবেক জাগ্রত।


তুমি বই, ঘটাও অতীত আর
বর্তমানের সেতুবন্ধন,
অশিক্ষা, কুসংস্কার দূর করে
বাড়াও প্রাণের স্পন্দন।


তুমি বই, পড়ে তোমাকে
করি বিদ্যা আহরণ,
চুরি ডাকাতির নেই ভয়
উল্টো যায় বেড়ে, করলে বিতরণ।


তুমি বই, তোমায় কিনে কেউ
হয়না কখনো দেউলিয়া,
তাই বই কিনবো, বই পড়বো
গড়বো জীবন সুন্দর করিয়া।