হারিয়েছো তুমি, কোন অজানায়,
করে গেলে একা, কাঁদি নিরালায়,
ফিরে আসলেনা,
কাছে টানলেনা,
ভালো বাসলেনা, করে গেলে ঘৃণা,
শূন্যতায় ভুগি, আমি তুমিহীনা।


সুখে আছো তুমি, সব ভুলে গিয়ে,
অন্ধকারে আমি, বাঁচি কষ্ট নিয়ে,
ভালো থেকো বলে,
দূরে গেলে চলে,
শত স্বপ্ন ভেঙে, হলো চুরমার,
হয়ে গেলে পর, নেই অধিকার।


মন শুধু খোঁজে, সেই ভালোবাসা,
ধুলো জমে আজ, স্মৃতি ভাসাভাসা,
আজ তুমিহীনা,
মন মানছেনা,
অসমাপ্ত প্রেম, লেখা ছোট গল্পে,
অসম্পূর্ণ থেকে, শেষ হলো স্বল্পে।
--------------------------------------------
*বিলিরিক ধারা এক, কাঠামো একে লেখা।


**কৃতজ্ঞতা জানাই এই আসরের শ্রদ্ধেয় কবি ঠাকুর বিশ্বরাজ গোস্বামীকে, যিনি এই কাব্য কাঠামো উদ্ভাবন করেছেন।


**বিলিরিক সম্পর্কে বিস্তারিত জানার লিংক কপি-পেস্টের সুবিধার্থে কমেন্ট বক্সে দেয়া হল।