পেটের দায়ে করি ভিক্ষা
ক্ষিদার জ্বালায় জ্বলছি,
এক দুটো টাকা কর্ সাহায্য
সবার কাছে বলছি।


পরনে মোর ছেঁড়া কাপড়
হাতে আছে থালা,
দয়া করে দান করে কেউ
কেউ করে অবহেলা।


অনাহারে অর্ধাহারে কেটে যায়
মোর্ দিন-রাত,
মাথা গোঁজারও যে নেই ঠাঁই
ভরসা ফুটপাত!


শিক্ষার আলো কখনো জোটেনা
জোটেনা ভালো চিকিৎসা,
সুখ নেই এই পোড়া কপালে
পারি না মেটাতে মনের ইচ্ছা।


ঘুরে ফিরে করি ভিক্ষা
এখান থেকে ওখানে,
রেলস্টেশন, লঞ্চঘাট, ফুটপাত
মুখর মোর্ পদাচরণে।


কিছু লোক ভিক্ষাবৃত্তিকে বানিয়েছি
টাকা কামানোর সহজ রাস্তা,
সত্যিকার ভাবেই যে ভিক্ষুক
সেও হারিয়েছে মানুষের আস্থা।


সমাজের বোঝা, দেশের বোঝা
আমার এই ভিক্ষাবৃত্তি,
স্বেচ্ছায় নামেনি এ পেশায়
নেমেছি করতে উদরপূর্তি।


সহায়-সম্বলহীন মানুষ আমি
বেঁচে আছি তোমাদের দয়ায়,
পূনর্বাসনের করে দাও ব্যবস্থা
নিজের পায়ে দাঁড়াই।