শিষ্টাচার এমন এক মানবীয় গুণ, যাহা ঘটায় চরিত্রের উন্নয়ন,
শিষ্টাচার গুণে গুণান্বিত মানুষতো সে, ভালো যার কথাবার্তা, চাল-চলন;
শিষ্টাচার মানব চরিত্রের অলংকার,
শিষ্টাচারী ব্যক্তি পছন্দ, সমাজের সবার;
শিষ্টাচারের মাঝেই নিহিত সকল কল্যাণ, শিষ্টাচারে হবে সব অর্জন।