হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
       তুমি জাতির সূর্য সন্তান
স্বাধীন বাংলাদেশের স্থপতি তুমি
        হে শেখ মুজিবর রহমান।


শিখিয়েছিলে মাথা উঁচু করে বাঁচতে
         যুগিয়েছো সাহস আর শক্তি
বজ্রকন্ঠের আওয়াজের অনুপ্রেরণায়
         দিয়েছো মোদের মুক্তি।


তুমি এলে বলে বাঙালি পেলো পথ
            পেলো খুঁজে দিশা
বিশ্ব মানচিত্রে বাংলাদেশ পেলো ঠাঁই
           দূর হলো অমানিশা।


তোমার ব্যক্তিত্ব, তোমার নেতৃত্ব
          সর্বদাই মোদের পাথেয়
তোমার দৃঢ়তা, তোমার ন্যায়পরায়ণতা
          হয়ে আছে অনুকরণীয়।


তোমার অবদান কখনো ভুলার নয়
          রবে তুমি স্মৃতিতে অম্লান
সোনার বাংলার অকৃত্তিম বন্ধু তুমি
          হে পিতা শেখ মুজিবর রহমান।