চলেছো তুমি আপন গতিতে
থামানোর সাধ্য নেই কারো হাতে,
সখ্য করোনা কারো সাথে
চলেছো নিরন্তর দিনে ও রাতে।


কখনো তুমি শান্ত
প্রেমিকা চিরযৌবনা,
আবার কখনও ভয়ঙ্কর
সর্বগ্রাসী, নেই করুণা।


ভাঙছো এ কূল, গড়ছো ও কূল
খেলছো খেলা প্রত্যহ,
কারো জন্য তুমি আশীর্বাদস্বরূপ
কারো জীবন করো দুর্বিষহ।


এই আসে তোমার বুকে জোয়ার
এ দেখি ভাটা,
বৃষ্টি এসে জলে হও টুইটুম্বুর
ভাসিয়ে দাও আশপাশটা।


দুধারে তোমার অপার সৌন্দর্য
যেন শিল্পীর তুলিতে আঁকা,
কলকল ধ্বনিতে এগিয়ে চলো
পথটি যে তোমার আঁকাবাঁকা।


তুমি যে বেঁচে থাকার আশ্বাস
যোগাও জীবন জীবিকা,
বয়ে এনে মূল্যবান পলি
করো উর্বর মৃত্তিকা।


তোমার বুকেতে দিনরাত
চলছে নৌকা সারি সারি,
দাঁড় বেয়ে চালাচ্ছে মাঝি
গেয়ে গান জারি-সারি।


কিছু দুষ্ট চক্র মেতে উঠেছে
তোমায় বেদখলের উৎসবে,
যৌবন হারাচ্ছো তুমি, হচ্ছো মলিন
কষ্ট পাই অনুভবে।


তোমার সৌন্দর্যে বিমোহিত
কবি, গীতিকার, সুরকার,
থেকো তুমি চিরযৌবনা
রেখে ধরে সৌন্দর্যের আধার।