এই জগতে হায়, সবাই টাকা চায়
টাকা ছাড়া দুনিয়া অচল, বেঁচে থাকা দায়।


টাকায় কেনে নাম, টাকায় দেয় দাম
টাকার মোহে হয়েছে বিবেকহীন, হয়েছে গোলাম।


টাকায় মিলে সখা-সুজন, টাকায় প্রিয়জন
টাকা ছাড়া শূন্য তুমি, শূন্য এই ভুবন।


টাকায় মিলে যশ-খ্যাতি, টাকা ছড়ায় দ্যুতি
এই টাকার জন্য যত লোভ-লিপ্সা, যত দুর্নীতি।


টাকা দেয় ক্ষমতা, টাকায় হয় নেতা
টাকায় মিলবে চাটুকার, নিলাম করে সততা।


টাকায় কেনে সার্টিফিকেট, টাকায় ডিগ্রী অর্জন
টাকার জোরে হয় শিক্ষিত, টাকায় সজ্জন।


নেই টাকা, সবই ফাঁকা, সবই অন্ধকার
প্রিয়জন ফুরালে প্রয়োজন, শুনবেনা আত্মচিৎকার।


টাকার নেশায় বিভোর সবাই, টাকার স্বপ্নে বসবাস
টাকায় হয় মিথ্যার জয়, সত্যের গলায় ফাঁস।


টাকায় বাড়ে অহংকার, টাকায় আনে ডেকে সর্বনাশ
টাকার তলায় পড়বে চাপা, বন্ধ হবে নিঃশ্বাস।


টাকা দিয়ে হয়না সব, টাকায় যায় না জীবন কেনা
টাকায় হয়না দূর মনের ময়লা, ঘুচেনা অনুশোচনা।


জগতে টাকার আছে প্রয়োজন, সৎ পথে করো তা উপার্জন
বেচে দিওনা চরিত্র, সততা, বিবেক, বুদ্ধি, হয়ো না দুর্জন।


--------------------------------------------
প্রিয় উক্তি;
যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে ‘তুমি কে’; কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে ‘তুমি কে’!
<বিল গেটস>