মনে পড়ে তোমায় খুব...বেশি মনে পড়ে...
তোমার দেশ আজ শকুনে খামচে
পতাকায় নোংরামি আনে;টুকরো করে
আবেগের, নষ্টামী-মাখা রাজনীতির
মরচে ধরা চেতনা আজ জ্বালায়,জ্বলে
প্রেমিকার নিঃশ্বাসে হাহাকার উঠে
প্রতারনার...!! চাঁদ জাগে, আলো নেই!
সবুজ মাটি আজ কাঁদে কৃষাণের
জমাট আর্তনাদে... জানো তুমি??
সেই কবে আকাশে মগ্ন হয়ে চলে গেলে
বললে;চিঠি দিতে... দিলাম
কতকাল ধরে দিয়েই গেলাম
শুনেও শোনোনি;পড়েও পড়োনি!
ব্যথা নিয়ে অভিমানের খেয়ায়
শ্মশান হয়ে উবে গেলে-
সমাজ-মানুষ নিয়ে তোমার
স্বপ্নে আজও বিনিদ্র পথিক প্রলাপ বকে
বেসুরো তালে গায়...তুমি জানো?
প্রেমিক হৃদয় পুঁজিচক্রে কাতরায়
অসৎ আবেগে সাঁতরায়...
অসমতায় লন্ডভন্ড সব
নৈঋত-ঈশানে একাকার
মুক্ত হাওয়া নিংড়ায় চিমনিতে
কোনো ইটভাটার ধূপ হয়ে
দেখেও দেখোনা;জেনেও জানোনা...
কড়াঘাত শুনে ভাবি;এসেছো
দরজা খোলার আগেই যাও মিলিয়ে
তোমার লেখাতেই বুঝি;
এ কেমন ভ্রান্তি আমার...!!
নেশার জালে মিলিয়ে গেছো
নেশা-ধরানো কাব্যে মাতাল
করে,তুমি জানোনা...!
দীর্ঘশ্বাসে বেঁচে থাকি
ঘিরে তোমায়...অপলক
বাউলমনে মালা গেঁথে
ভেতর-বাহির-অন্তরে
প্রিয় কবি,
ভালো থেকো;ভালো আছি......


[তারুণ্যের ক্ষণজন্মা কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ'র প্রতি নিবেদিত]
  (২৪/০৬/২০১৪)