অনুসৃতা, কান্নার রং কেমন হয়,
তা কি তুমি জান?


কাঠগোলাপের পাতা থেকে
ঝরে পড়া বৃষ্টির জল,
কিংবা পাহাড় চুঁইয়ে নেমে আসা
মেঘের জলের রং
দেখেছ কি তুমি কখনো?


যদি নাইবা দেখ, তবে তো তোমার
কান্না করার নেই অধিকার,
আজ থেকে ঐ দু 'চোখের অশ্রু
হবে তোমার অপরাধ।