হলুদ পাঞ্জাবী গায়ে দিয়ে
চটের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে,
কুয়াশায় ডুবে থাকা
পৌষের শেষ রাতে,
আবার চৈত্রের দুপুরে
রাস্তায় পিচ গলা রোদে,
হাঁটতাম কত যে একা একা
খালি পায়ে অজানার পথে।


তখন-
ছিল না পকেট
ছিল না টাকা,
ফাঁকা রাস্তায়
আমি একা।
ছিল না দুঃখ
কাটতো সময়,
অযত্ন আর অবহেলায়।
স্বপ্নে বিভোর
আমি তখন,
চাইতাম হিমু হতে!


এখন-
বন্দী আমি
কর্পোরেট কারাগারে,
আটটা সাতটার চক্রে পড়ে
দিন গুলি আমার,
যায় হারিয়ে।


অলস সময়
থাকে না এখন আর,
অবিনাশী স্বপ্ন আঁকার,
কল্পলোকের গল্পে ভেসে
মধ্যরাতে জোছনা দেখার।


এখন শুধুই ভাবি আমি
একটা সময়ে মানুষ ছিলাম,
যে সময় গুলোতে আমি
হিমু হতে চেয়েছিলাম।