বনটা রহস্যময় গভীর
ভেতরে পৃথিবীর ঝরনা সেই
নদীর পা ধরে উঠে গেছে মাঝগাছে
যেখানে কবিতা ফোটে


গাছের নদীস্বভাব ভালো লাগে
কিংবা নদীর গাছগতি; কারণ
সমুদ্র কিংবা আকাশ


আমাদের রূপতোয়া বয়ে যায়
ঢেউ তুলে তুলে


আমি জানালা খুলে ঢুকে পড়ি
গভীর অরণ্যে