চন্দনের বনে এসে যারা কবি হয়ে যায়, তাদের কবিতায় জেগে থাকে অনন্ত ঘ্রাণের, মায়াদর্পণের এক অধরা ভাষা—আনন্দ। অথচ, করতলে সব আনন্দই মাটি হয়ে যায়! —এই বেদে—কবি সৎ হলে শব্দে হাসে চন্দনের ভাষা।