দেয়াল ভেঙ্গে বেরিয়ে আসে নদী; ভেঙ্গে ভেঙ্গে
পথ চলে এ কূল ও কূল- বুকে জলের স্বভাব।
প্রতিবেশি বৃক্ষে শ্বাস-প্রশ্বাস। এভাবে সমুদ্রের দিকে জানা যায়-


প্রতিবেশির কাছে ঘর পেলে ঘরে আর দেয়াল থাকে না।