দেবী দুর্গার সাথে এসেছিলে
                বেশ কিছুদিন আগে।
তারপর এই একা এলে
                    শীত ভরা মাঘে।
  
হাতি কিংবা ঘোড়ায় এলে
                   বেশ লম্বা হত পথ।  
তাই্তো আসো গগন দিয়ে
               পক্ষী হংস তোমার রথ।
  
আমরা যত ছাত্ররা
           একসাথে দল বেঁধে গেলাম।
স্বযত্নে বস্ত্রে ঢেকে
             তোমার মূর্তি নিয়ে এলাম।


দিন নেই রাত নেই
           সর্বক্ষণ কাটিয়েছি প্যান্ডেলে।
বিবেক বুঝি কর্তব্য বুঝি
              তাইতো সাজিয়েছি ফুলে।

ভক্তি নিও,পুষ্প নিও
                 নিও শত কোটি প্রনাম।  
আশীষ দিও,বিদ্যা দিও
               মাতা,দিও মোদের জ্ঞান।  
                    _______
কবিতাটি সরস্বতী পুজো উপলক্ষে পুজোর দিন লেখা।