দেখা দিয়া বাড়াইলি জ্বালা
পরান বন্ধুয়ারে
অন্তরেতে দাগ লাগাইয়া
গেলিরে চলিয়া
আমারে ফালাইয়া।


হৃদয়ে তে বিষ ঢালিলি
করলি রে অভাগা
ওরে নিষ্ঠুর নিদয়া
বুঝলি না মনের ই যাতনা।


তুই কেন এত পাষান
নাই দয়া মায়া
কইরা গেলি জনম দুখী
ফিরে এলি না।


তকে ভেবে আজো আমি
কাঁদি দিবা নিশি
তর স্মৃতি মনে করে
কষ্টের সাগরে ভাসি।


কলিজা আমার পুইড়া যায় রে
তরে মনে পরলে
চাপা কষ্টের যন্ত্রনা সহা বড় দায় রে
তর লাইগা আজো কাঁদে আমার মন
আমায় রাইখা কারে তুই করলি
স্বজন।