সেদিন তোমায় পেয়েছিলাম কাছে
দুজন বসে ছিলাম একে অপরের পাশে
তখন হয়নি তো হাতে রাখা হাত
একসাথে দেখা হয়নি সূর্যোদয় এর প্রভাত।
হয়েছিল রাখা চোখে চোখ
জেগেছিল স্বপ্ন,দেখে ঐ মায়াবী মুখ।
একটি  শান্তির নীড়ে দুজনে মাথা রেখে
সুখের সাগরে ভেসে বেড়াতে
সব ক্লান্তি ভুলে অজানায় হারাতে।
সদ্য ফোটা গোলাপের পাঁপড়ির মত
কোমল দুটি  হৃদয়
এক বিত্তে থাকুক কভু
গেঁথে সর্বদয়।




(কবিতা টি প্রিয় হেনা কে উৎসর্গ করলাম)