ওগো অভিমানী
থাকবে আর কত দিন
অভিমান করে
ক্ষমা চাই ভুলের তরে।
সব মান অভিমান ভুলে
ফিরে আস তুমি আমার ই
ভুবন জুড়ে
থেকোনা আর দূরে কভু বহু দূরে।


তুমি বিহনে আমার এ হৃদয় শূন্য একেবারে।
একলা একা থাকি আমি বল কেমন করে?
তোমার আশায় কাটছে আমার
নিশী দিন
যন্ত্রনা ময় প্রতিক্ষনে
বিষন্নতার কালো আঁধারে।


জাগরনে স্বপ্ন বুনে
কল্পনায় কষ্ট ভুলে
তোমারি অপেক্ষায় দাঁড়িয়ে আছি
হৃদয়ে আশার দীপ জ্বেলে।




            (কবিতা টি বড় ভাই গীতিকার ও সাংবাদিক তারেক আনন্দ কে উৎসর্গ করলাম)