এখন আর হয়না এমন প্রেম,
যে প্রেম মুগ্ধতা ছড়ায়।
এখন আর হয়না এমন প্রেম,
যে প্রেম প্রণয়ে জড়ায়।
এখন আর হয়না চিঠি লেখা,
হয় না সে কোন পথে আসবে তা চেয়ে দেখা
এখন আর হয়না এমন প্রেম,
যে প্রেম রাতের ঘুম কড়ে নেয়।
এখন আর হয়না এমন প্রেম,
যে প্রেম মাথা গুলিয়ে দেয়।
এখন আর হয়না এমন প্রেম,
যে প্রেম স্বপ্ন দেখায়।
এখন আর হয়না এমন প্রেম,
যে প্রেম কবিতা লেখায়।
এখন আর হয়না, বলবো বলবো করে
না বলা প্রেমগুলো।
এখন এই প্রেমে যেনো জমা পরেছে ধূলো।
এখন আর হয়না,
কথা দিয়ে কথা রাখা।
এখন আর হয়না,
কারো অপেক্ষায় বসে থাকা।
ভালোবাসায় মরিচা ধরেছে যেনো।
বলতে পারো, অনুভূতি গুলো শূন্য হয়েছে কেন?
এখন আর হয়না, চোখের জলে রাত কাটানো প্রেম।
তবু খুজি সে প্রেম - সে ভালোবাসা,
হয়তো পাবো কখনো, বুকে বেঁধে আছি সে আশা।