এই যে তুমি রাগ হলেই কথা বলা বন্ধ করে দাও।
এই যে তুমি একটু অশান্তি হলেই ছেড়ে যেতে চাও।
নানান অভিমানের মাঝে বলে ওঠো ব্লক করে দেবো..
এ জীবনে তোমার বিকল্প খুঁজে নেব।
আমাদের ঝগড়া,মান - অভিমান এগুলো তো বেশ পুরনো,তা তো তুমি জানোই..
তাও ছেড়ে যেতে মন চায় তোমার?


এই যে আমি যখন অফিস থেকে বাড়ি ফিরি তুমি না খেয়ে অপেক্ষা করে থাকো।
আমায় এক পলক দেখবে বলে,ফিরে আসলে জড়িয়ে ধরে আদর করো।
তখন যদি অভিমান হয় আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলতে পারবে?
না আমাকে আরও একটু বেশি আদর করে বলবে " এত্ত ভালোবাসি তো,কষ্ট দাও কেন? "


আবার ধরো বাড়ি থেকে বেরোচ্ছি অনেক তাড়াহুড়ো করে।
খুব রেগে আছি,রুমাল ভিজে যাচ্ছে..তুমি দেখছো।
তখন যদি তোমাকে টাটা না করেই বেরোতে যাই
তুমি কি রাগ করে আর কথা বলবে না?
নাকি ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে বলবে " এত রাগ করো কেন? কষ্ট হয় বোঝো না?"
এই যে আমাদের রোজকার রূপকথা..সবার অলক্ষ্যে তিলতিল করে গড়ে তোলা একটা ছোট গল্প।


তাকে উপন্যাস হতে দেবে না? মাঝপথে অসমাপ্ত রেখেই চলে যাবে তুমি? বলো যেতে পারবে?


এ জীবনে বারবার তোমারই প্রেমে পড়বো।
মাটিতে মাটি হওয়ার আগে..
এ বুকে শুধু তোমাকে আঁকরে ধরবো।