আমি মানুষ, সৃষ্টির সেরা জীব।
মুখোশের আড়ালে আমার মানবসত্বা
লোভী নেউঁড়ে কুকুরের মতই লালা ফেলে।
তবু আমি সৃষ্টির সেরা, আমি মানুষ!
আমি মানুষ বলেই, শিষ্টাচার ভুলে নিয়ম ভাঙি, অনিয়মের প্রাসাদে নিশ্চিন্তে গড়ি আদর্শের সমাধী।
মানুষ বলেই, পৃথিবীর নাট্যমঞ্চে কখনো আমি সীতা,
কখনো মেডুসা স্থান, কাল, পাত্র ভেদে দ্বিচারিনী আমার বিচরন সর্বত্র।
আমি মানুষ বলেই,
মিথ্যের বুলিতে গড়েছি সুউচ্চো এভারেস্ট!
থরে থরে সিঁড়ির বাকে শ্বেত পাথরে খোদাই করা অনাচার।
মানুষ বলেই আমি অহংকারী,
আমি বিবেক হরন করে করি, পশুত্ব বরন
মানুষ বলেই আমি দুর্গন্দ্বময় পথের দ্বারে অবহেলীত মানুষ গুলো দেখে নাক ছিঁটকাই,
যেতে যেতে সবুজ কচি ডালের পাতাটি ছিড়ে দেই।
মানুষ বলেই,  আমি লোভী, আমি পাপিষ্ট!
পাপে পাপে আমার যুগ যুগান্তর পাড়ি।
অসৎ টাকায় উঠাই বহুতল কালো বাড়ি।।
আমি মানুষ বলেই,  
সামান্য পেখম তুলে ময়ুরের নাচ দেখেও ঈর্ষাবোধ করি।
রাতের জ্বোনাকী পোকাও আমার প্রানে জ্বালা ধরায়।
মানুষ বলেই দিনের আলোয়,
কামনায় আমার লোভাতুর দৃস্টি ঝাপসা হয়ে আসে।
মুখোশের আড়ালে লুকানো আমার দ্বিচারী পশু জেগে উঠে মাঝ রাতে।
অদৃশ্য মানব দেহ নিয়ে লন্ডভন্ড তান্ডব চালাই রাতভর!
পাপে পাপে গায়ে পচন ধরে, আমি পরোয়া করিনা।
আমি মানুষ বলে,  চাই আর চাই।
আমার ক্ষিদা নিবারন মানব দেহের ফুঁটা ফুঁটা ঘাম,
আমি রক্ত চোষা হায়ানা, আমি নিষ্ঠুর, আমি বর্বর,
আমি দুর্বলের বুকে চড়ে নিজেরে করি উর্বর।
স্বাধীনতার নামে ব্যাভিচারে আমার তৃপ্তি,
অবিশ্বাসের হাতে বিশ্বাসের গলা টিপে করি হত্যা!
বার বার ভুল করি, ভুলে ভুলে যায় মাস, যায় বছর,
যেনেও ভুল করি
আমি মানুষ বলেই, মৃত্যুকে আমার এত ভয়!
আমি সৃস্টির সেরা জীব নই,
আমি মানুষ! আমি সৃস্টির সেরা হতভাগ্য পশু!
আমি মানুষ! সভ্যতার নামে অসভ্যতাকে করি বরণ,
অর্থের লোভে মুনুষত্ব করি হরন,
মানুষ বলেই আমি নিজেকে মহৎ ভাবি,
অন্যের দালানে নিজেকে করি দাবি,
মানুষ হয়েও মানুষে মানুষে বাঁধাই দাঙা-জঞ্জাল,
আমি মানুষ নই, আমি অমানুষ, আমি পশু।
আমি মানুষ বলেই
বিশ্বাসের মুখোশে গড়ি অবিশ্বাসের পাহাড়,
অন্যের জমি লুটতরাজ করে নিজের জোগাই আহার,
মানুষ বলেই নিজেকে আমরন ভেবে রাখি,
কর্মের নামে প্রতিবার ধর্মের করি ফাঁকি,
আমি মানুষ, আমি বিশ্বাস ঘাতক, আমি পশু।
মৃত্যু নিশ্চিত জেনেও আজীবন করি বাঁচার প্রয়াস,
বেঁচে বেঁচে বোবা প্রাণীর মতো খাই অন্যের জমির ঘাস।
আমি মানুষ বলেই
আমার কোন ভয় নেই, কারো ভয় করিনা আমি,
আমি মূর্খের মতো জানিনা জান্নাত, কিসের জাহান্নাম, দুনিয়াকেই ভাবি দামি।
আমি পরোয়া করিনা কোন শক্তি আমার নিজের জোড়ে,
গরিবের করি লুটপাট, নিজের রাস্তায় করি ধর্মঘট,
আমি বেহায়া বর্বর, আমি মূর্খ,
আমির সৃষ্টির সেরা জীব নই
আমি সৃষ্টির কলঙ্ক, আমি অসভ্য,
আজ লোভে লোভাতুর আমি বিক্রিত আমার মস্তিষ্ক,
লোভি আমার সত্ত্বা,
টাকার বিনিময়ে মানুষ হয়েও মানুষের করি হত্যা,
আজ নিচ আমার ব্যাক্তিত্ব,
আমি মানুষ সৃষ্টির সেরা জীব নই,
আমি সৃষ্টির সেরা নিকৃষ্ট,
আমি মানুষ বলেই সৃষ্টি হয়েও, স্রষ্টার করিনা কৃতিত্ত্ব।