আমরা মানুষ তাই চিরকাল পারি কত অবলা কে ছক কোষে মারতে/
আমরা মানুষ তাই পারিনা এ কলি-যুগে ক্ষমতায় প্রতিবাদ করতে/
আমরা মানুষ তাই আজ ও চাই বারবার, খোদার ওপর খোদগারী করতে/
চাঁদে নাকি পৌঁছেছি?ক্যান্সার,এইডস কোই? ভাইরাস ও পারিনি তো গড়তে/


আমরা মানুষ তাই শিক্ষা কে দূর করে সবে মিলে সেজেছি যে শিক্ষক/
আমরা মানুষ তাই ভুখা পেটে লাথ মেরে রক্ষক ই হয়ে যাই ভক্ষক/
আমরা মানুষ তাই কাজ ছাড়া স্বার্থের বাকি সব গোছানো টা  জানি/
যেই কেউ কাজ করি,দায়িত্ব পালন করি,আমরাই  ভগবান মানি/
আমরা কি মানুষ? আমরা কি মানুষ?
আমরা কি মানুষ?আমরা অমানুষ....


আমরা মানুষ তাই,কখনোই ভাবি নাই,
এ কেমন দুদিনের ভগবান...!!/
হতে পারতাম মোরা,রোজকার ভগবান,
দায়িত্ব টা যদি মোরা মানতাম...!!/
আমরা মানুষ,শুধু  স্বাস্থ-শিক্ষা নয় আর্থ-সামাজিক এও মৌন/
আমরা মানুষ তাই স্বার্থ রক্ষা শুধু,পৃথিবী তে বাকি সব গৌণ /...


আমরা মানুষ তাই সব থেকে ভালো আছি ভোগ-নীতি দুর্নীতি করি/
নিজ-বুদ্ধি কে মেরে,অন্যের ভরসায় বুদ্ধি-জীবি কে মোরা গোড়ি /
আমরা মানুষ তাই, আমরা কি পারিনা,নিজ গুনে সব কিছু গড়তে?/
আমরা মানুষ তাই,পারিনা কি আমরা,অন্যায়ের বিরুদ্ধে লড়তে?/
আমরা কি মানুষ? আমরা কি মানুষ? আমরা কি মানুষ? আমরা অমানুষ...


আমরা মানুষ তাই ভেবে দেখি একবার পারবোকি স্বপ্ন টা দেখতে?/
ভোগনীত-দুর্নীতি আছে যত কালো-নীতি পারি না কি সব দূর করতে?
আমরা মানুষ তাই,যদি পারি সব কিছু,কথা দাও অন্যায়ে লড়বো/
আমরা মানুষ তাই কথা দাও আজ থেকে  সুন্দর পৃথিবী টা গড়বো/


আমরা মানুষ তাই আজ থেকে নেবো শুধু দুনিয়ার ভালো টাকে বেছে/
তাতে যদি অন্যেও ভালো থাকে ক্ষতি কি?দেখিনা সে দুনিয়াটা বেঁচে /
শপথ করি সবাই, দূর করি আজ থেকে মগজ ধোলাই এর  যন্ত্র/
বিজ্ঞাপনেতে নয় বিজ্ঞান এ বেঁচে থাকি,এই হোক আমাদের মন্ত্র/
আমরা যে মানুষ.. আমরা তো মানুষ..আমরাই মানুষ.. নইতো অমানুষ...


কথা দাও আজ কথা দাও.... কথা দাও আজ কথা দাও... কথা দাও আজ কথা দাও... কথা দাও...