আমরা যদি মানুষ হতে পারি ,
বিদায় নেবে ধ্বংস মহামারী ।
আমরা ধ্বংস দিয়ে ধ্বংস ডেকে আনি ,
আমাদের বন্যতায় পূর্ণ হৃদয়খানি ।
আমাদের অনেক অভাব আছে ,
আমরা নিজে বড়ো নিজেদের কাছে ।
আমরা জাতি ধর্মের বড়াই করি সদা ,
সৃষ্টি লয়ে ঘুরাই শক্তির গদা ।
আমাদের সবাই করে ভয় ,
সকল জীব মোদের দেখে দূরে সরে রয় ।
আমরা দূষণ দিয়ে নষ্ট করি সৃষ্টি ,
আমাদের ছানি ঘেরা বাহির অন্তর্দৃষ্টি ।
আমরা মুক্তির পথে ছড়াই বিষের কাঁটা ,
কাঁটার খোঁচায় রক্ত ঝরে বড়ো হয় ঘা টা ।
আমরা মানবতার মন্ত্রে যদি মানুষ হতে পারি ,
বন্ধ হবে ধ্বংসলীলা , থামবে আহাজারী ।