অনু সনেট
অষ্টকে- কখখক::কখখক
ষষ্টকে-গঘক:গখঘ(৬/৪ ভাঃ)
ফরাসীয় অন্ত্যমিল রীতিতে..


চলে গেলে  ওহে  মরমিয়া
ভেঙে দিয়ে ঘৃণ্য জাতকুল
তোমারে যে ডাকে বুলবুল
তব-গীতি-কাব্য কন্ঠ নিয়া !
তুমি সেনা সেই দুঃখ মিয়া
দেশ-প্রেমী-বেশে  মশগুল
হে বিদ্রোহী কবি  নজরুল
তুমি সে পূজার দীপ্ত দিয়া !


নীলাকাশে তুমি ধ্রুবতারা
দিক-ভ্রষ্ট-দিশা  নাবিকের
যে সাহসে ভরে ভীতু হিয়া !
প্রাণের কবি সে প্রেম'সাড়া
পুষ্প-কাব্য নগে ফুটা ফুল
সিন্ধু'সেঁচা মুক্তা ঝিনুকের !