যারা হইছে পুরা পাগল, তারে কও কি বলা যায়
সিদ্ধডিম ভেবে যেজন নিজের হাতের ঘড়ি খায়।
কোথায় বিজ্ঞান কোথায় ধর্ম
মিল খোঁজে কয় ছাগলে
আসমানে গোল সূর্য দেখে
নাস্তা খায় কয় পাগলে।
বিজ্ঞানের কি সাধ্য আছে একজন মানুষ বাঁচায়
তবে তারে ভরে না কেন, চিরঞ্জীব নীল খাঁচায়।


সভ্যতার সে শুরু থেকেই পাগল ছিল চিরদিন
তবু কি কও আসেনি সে আলোয় ভরা শুভ দিন।
এ পৃথিবীর স্রষ্টা যিনি
কোনটা সৃষ্টি করেন নাই?
বৈজ্ঞানিক কি দাবী করছে
খোদার সৃষ্টি ধরেন নাই?
স্রষ্টা করেন সৃষ্টি সবই, বিজ্ঞান করে আবিষ্কার
সৃষ্টি এবং আবিষ্কার কি পাগল বুঝে মর্ম তার?


কোনো কালে কোনো পাগল ধরায় কিন্তু বাঁচেনি
মরার পরে পাগলের লাশ তিড়িং বিড়িং নাচেনি
নাস্তিকগুলো নাচতে থাকুক
পুকুরের চাঁদ ধরে খাক
করোনাতে মরছে মানুষ
না হয় আরো মরতে থাক।
কোরান হাদিস ধরিস না, তবু তওবা করিস না
তুইতো আর রহম পাবার তালিকাতে পড়িস না।