একলা পথে একলা হাটো, হে নওজোয়ান,  
পথের কাঁটা, সকল বাধা থাকবে না আর
সব ছেড়ে আর সব হারিয়ে, দেখ আপন কারা
স্বার্থের সাথে সম্পৃক্ত আজ, জীবনধারা
যদি বলি আপন কে তোর, স্বার্থ ছাড়া
যাদের হাড় ক্ষয় আর রক্ত পানে তুই গড়া  
জীবনে দেখবি কি আর হবি যে তেপান্তর পার
থাকবেনা নিঃশ্বাস তোর বিশ্বাস তো পরের কথা
জানারে খাসনে মাথা একি তোর মায়ের কথা
কাঁদিস না ওরে খোকা একি তোর বাবার কথা
ভুলিস না ওরা যে তোর পিতা-মাতা
পৃথিবী ধ্বংস শালা এসব নয় পাঠশালা
চোখে যা দেখবি সবই টাকার খেলা
বাড়ছে দেখ টাকার মেলা, সময় থাকতে স্বর্গে পালা
এ নয়তো ন্যায় বিচারের আদব খানা
সবই আজ দেখবি যত ধান্দাবাজের আস্তানা
পৃথিবীতে থাকবি কি তুই বাঁচবি আর কদিনরে বল
সৃষ্টির স্রষ্টা যিনি চলে যায় তারই খুজে
চলরে যাই এসব ফেলে প্রভুর টানে
মনে রাখ বাচবি কদিন পাপের এ রংমহলে


চলরে হে নওজোয়ান চলরে সবাই প্রভুর খুজে।।