চঞ্চলা কিশোরী,দেখে শিহরি উঠি
যেন কোন কালো জলে
সারাক্ষণ ঢেউখেলে মৃদু মৃদু বাতাসে, ---
কোকড়ানো চুলগুলি এমনই উঠে দুলি
দুহাতে সরায় তা সহাসে।


ঝলমলে চাঁদনী ঢেউ তোলে অঙ্গে
সাতনরি সোনা হার দোলে তারি সঙ্গে।
এমনই রূপের আলো আঁধারে জ্বলে,
আঁধার লুকায় এসে সে আঁচল তলে।


মিষ্টি হাসির রেখা আছে মুখভরি
সোনা মাখা রোদ এসে খায় গড়াগড়ি।
এমন সোনার মেয়ে কোথা কথা কয়,
অচেনা কিশোর এক অবাক চেয়ে রয়।