এক যে আছে গল্প দাদু
গল্প বানায় রোজ
গাছতলাতে থাকত একাই
কেউ নিত না খোঁজ।
ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে
স্কুলের ছুটি হলে,
গাছতলাতে এসে খানিক
বেড়ায় হেসে খেলে।
ওদের সাথে গল্প দাদুর
ভাব হলো যে ভারী,
গল্প দাদুর গল্প শুনে
তার পরে যায় বাড়ি।
ঝুলি ভরা গল্প দাদুর
হরেক খুশীর যাদু,
অচিন পুরের রূপকথার
গল্প বলে দাদু।
গল্প শুনে দস্যিগুলো
এক্কেবারে চুপ।
বেলা শেষে সূয্যিমামা
টুপ করে দেয় ডুব ॥



✅ মেহেদী হাসান রনি