জানিস খুকু খোকা ?
এক একেলা বোকা ?
দুই- এ এক জোড়া
পাখনা হলে ওড়া ।
তিনে পৌণে এক ,
ত্রি- নয়নে দেখ ।
চার-এ এক হালি ,
গন্ডা তাকেই বলি ।
পাঁচ-এ হয় শোয়া ,
এক পূর্ণ এক পোয়া ।
ছয়-এ অর্ধ-ডজন ,
না জানে তা ক'জন ?
সাত আটের আগে ,
ভাবতে বেশ লাগে ।
আট হলো দুই গন্ডা ,
দুই হালি হয় আন্ডা ।
নয় যে আটের পরে ,
প্রায় দশের ঘরে ।
একের ডাইনে শূণ্য ,
দশ হয়ে যায় পূর্ণ ।