এমন কোন গোধূলি লগ্নে
তোমার হাতে রেখে হাত,
চলতে চাই অনেক পথ;
নেবে'কি তোমার সংঙ্গী করে?
এমনি এক গোধূলি ক্ষণে-
প্রকৃতি- 'সখা' যখন নীড়ে ফেরে,
সূর্যি গিয়ে পশ্চিমে হেলে!
সমীরণ বহে রয়ে রয়ে;
রক্তিম-প্রভা অম্বুরের দোলে-
ঝিকি-মিকি নয়নে ভাঁসে,
পৃথিবী যখন ধুপছায়া আঁধারে-
সূর্য গিয়ে লুকায় তীরে!
এমন কোনো ক্ষণে!
প্রকৃতি যখন গোধূলি খেলা-খেলে!
নিরন্তর হাঁটে চাই এই-
মাধুর্য নীরব ক্ষণে
নেবে'কি আমাকে সংঙ্গী করে?
অধুরা স্বপ্নের মেঠো পথে।