জানি, হাত দু’টো তুমি আর ধরবে না,
তোমার কথার এক চুলও তুমি নড়বে না।
পাগল স্রোতে ভাসছি আমি,
ভেঙ্গে নদীর কূল,
আর কখনো ভাঙ্গবে না,
তোমার মনের ভুল।
আবার যদি হাত দু’টো একটু ধর,
দিনটাকে টেনে টুনে করে দিব বড়।
সূর্যটাকে থামিয়ে দিব
নীল আকাশের পথে,
মেঘগুলোকে বসিয়ে দিব
উল্টো কোন রথে।
আবার যদি হাত দু’টো একটু ধর,
উঠবে নড়ে চড়ে যত আছে জড়।
বাতাসটাকে বলব আমি
উড়াবে তোমার চুল,
আকাশেতে ভাসিয়ে দিব
খোঁপার যত ফুল।