মাঝে মাঝে তোমার প্রেমের
অনির্বাণ অসীম চিতায়,
ঝাঁপ দেয়া পতঙ্গ হতে ইচ্ছে করে।
মাঝে মাঝে ঝর্ণা আর বনভূমির দূরত্ব
প্রেমের সত্য প্রকাশে,
একরেখায় মিলিয়ে দিতে ইচ্ছা করে।
মাঝে মাঝে ভালো থাকার ইচ্ছেগুলি
নিদারুণ অপুষ্টিতে ভোগে,
অকারণ ভুল বুঝাবুঝি কষ্টের বাহুল্যে।
মাঝে মাঝে কেবল কষ্ট জেগে থাকে
যতো চাই ভুলে যাবো,
দুঃখের বৃত্তে ততোই যোগ হয় দুঃখের সহোদর।
মাঝে মাঝে কোন রাতের
উচ্ছিষ্ট খাবারের মতো
বাসি প্লেটে উন্মুক্ত পড়ে থাকি।
মাঝে মাঝে তবুও
তোমার ভালোবাসার আকাশে,
পূর্ণিমার চাঁদ হতে ইচ্ছে করে।
মাঝে মাঝে তোমার অহংকারের ডালপালা
ছুঁয়েও দেখেনা আমার
কষ্টের অভিমানী নীলমেঘ।
মাঝে মাঝে ঘুম থেকে জেগে
সবকিছু তোমায় উৎসর্গ করে,
নিঃস্ব হতে ইচ্ছা করে।