মনে পড়ে বারে বারে হারানো সে দিন ,
কার কাছে কতটুকু করেছিনু ঋণ ।
আদরের শাসন আর স্নেহের দাবি ,
এই ছিল আমাদের জীবনের চাবি ।
ছোট বড় সবাই মিলে আনন্দে মাতি ,
পার করে দিয়েছি যে কত দিন-রাতি ।
কত মাঠ ছিল সেথা খেলিবার তরে ,
একসাথে খেলেছিও হাতে হাত ধ'রে ।


আজ আর মাঠ নেই হয় নাকো খেলা ,
একই ঘরে একাকী কেটে যায় বেলা ।
অতঃপর গৃহ ছেড়ে চলে যেতে হবে ,
জানা নেই সেখানে কেবা কারা রবে ।
এই হলো জীবন যার এইভাবে চলা ,
তাই নিয়ে কত কথা কত ছলাকলা ।


✅মেহেদী হাসান রনি