হে রুদ্র কালবৈশাখী -
চিরন্তন সত্যকে জাহির করতেই কি
তোমার এই রূপে আবির্ভাব!


কৃষকের সোনালী স্বপ্ন এক লহমায় চূর্ণবিচূর্ণ,
সারা বছরের অন্ন,ছেলেমেয়েদের পড়াশোনা
মেয়ের বিয়ে কিংবা ঋণশোধ -
সব ঝরে পড়েছে একচেটো শীষ থেকে!
হাহাকার ভরা করুণ বিলাপ বাতাসে ভাসে,
তুমি শুনতে পাচ্ছো-হে কালবৈশাখী!


হে রুদ্র কালবৈশাখী -
তোমার দম্ভে উড়ে গেছে
লক্ষ মানুষের বাঁচার ঠিকানা,
ছাউনির পলিথিন আর খড়গুলো
আজ কোন নিরুদ্দেশের পথে যাত্রা করেছে!
ত্রাণের চাল,আলু ধুলোবালির সাথে সখ্যতা জুড়েছে ;
তুমি কি দেখেছো-হে কালবৈশাখী!


হে রুদ্র কালবৈশাখী -
তোমার ভয়াবহতায় কাঁপছে একপেট ভর্তি খিদে নিয়ে
কঠিন দিন গুণে চলা মানুষ,
সদ্যস্নাত প্রকৃতি নতুন করে যৌবনের ডালি মেলে
সৌন্দর্য প্রকাশ করতে ব্যস্ত,
দু'চোখ ভরে তারিয়ে তারিয়ে উপভোগ করছে পক্ষীকূল।
গৃহহারা,খাদহারা মানুষের জন্য কি রেখে গেলে-
হে কালবৈশাখী...