এসেছিলে নিশীথে চলে গেলে প্রভাতে,
তাকিয়ে ছিলাম তোমার প্রানে।
বাতায়নে দক্ষিনা মৃদু সমীরণে
দুলে ছিলেম মনের ভেলা।
কোন কাননের ভ্রমর হয়ে
তুমি এসে গেলে চলে!
লুকোচুরি খেলার ছলে অার কত যে
খেলবে খেলা।
তোমার প্রানে তাকায়ে থাকি,
নিদ নাহি অাঁখি কোণে
তরঙ্গের ঢেউ জাগে হৃদয়ে
তোমা হারা তোমা ছাড়া এ হৃদয়
মানে না কোন শাসন বারণ।
সে কেবল ই তোমার পাবার ব্যকুলতায়
জেগে থাকি।
মন মন্তিরে কিছু,চাওয়া পাওয়া হিসাবের
অাশা জেগে উঠে মনের গহীণে।
কি পেতে গিয়ে হারালাম,
কি হারাতে গিয়ে কি পেলাম,
হিসাবের বেলায় গিয়ে দেখি
হারায়েছি অনেক পাবার ঘরে নেই
প্রাপ্তি।
অবহেলার ছলে বেলা বহে যায়
কুঁড়িয়ে অানা হলো না।
নিজ।