তুমি ছিলে বলে নীল রঙে মিশে গেছে লাল,
তুমি ছিলে বলে এই শীতেও কমেছে রৌদ্রের ওজন।


তুমি ছিলে বলে এই বিষাক্ত মানুষটার
বাস্তবে আজও ইচ্ছে হয়,
তোমার দরজায় দাড়িয়ে ডাক দিতে।
আবারও, অচিন্তনী বাড়ী আছো?


যদিও বেঈমানী করেছো,
তবু ক্ষতবিক্ষত হৃদয়কে তুমিই শিখিয়েছো,
কি ভাবে বিষাক্ত মানুষকে ভালোবাসতে হয়।


তুমি দেখিয়েছো সততার বিলাসিতা ছেড়ে,
আমায় অন্ধাকার পথ,
আভিজাত্যের লোভে কাপড় খুলে,
কি করে নতুনের সাথে শুতে হয়।


অবশেষে তুমি না থাকলেও বুক চিতিয়ে
অহংকার করে বলতে ইচ্ছে হয় একাকীত্বতায় সুখ আছে,
তোমার থেকেই আমার শেখা।


জানি না আমি তোমাকে আজও ঘৃণা করে যাচ্ছি কি না!
আর যদি বলো-ক্ষমা!
সে কবেই করেছি তোমায় ,
খুশি হয়েছো অচিন্তনী ?


সত্যিটা কি আমি জানি না,
আর জানতেও চাই না,
শুধু জানি-


অন্ধকার রাতের আকাশে উড়িয়ে দিচ্ছি আঘাতের বিস্ফোরণের কিছু শব্দ ভান্ডার।


অচিন্তনী,তুমি দেখে নিও
আমিও পরিত্যক্ত কিছু কাগজের ময়লা পাতায় লিখে রাখবো, "আমি আর তোমাকে চাই না"


তোমার দেয়া আঘাত গুলোকে হ্নদপিন্ডে অক্ষত রেখে শান্তিতে, মৃত্যুকে বার বার স্মরণ করি,,,,,


যেমনটা সুখ ছিলো তোমার কোলে মাথা রাখার,
সেই শান্তির অনুভূতি........
জেনে রেখো আজ সেটা
আমার প্রাপ্তির আঘাত,
আর এটা নিয়েই মরতে চাই।
.


মেহেদী হাসান রনি