এই যে মগ্ন সময় আমায় হারিয়ে দেয়
কেবলই ফুলষ্টপ খুঁজে হয়রান হওয়া কলমের চলা আর চলা
একটু ও না থেমে
জীবন ডায়রীর পাতায় পাতায় কেবলই আঁকিবুকি
কোনটা বোঝা যায়
আবার কোনটা দুর্বোধ্য....


আমি আরো বেশি জড়াবো বলেই কি?
কি জানি?
অনঙ্গ ভৃঙ্গরাজ নয়
সুগন্ধি বেলী কিংবা কাঁঠাল চাঁপা নয়
সমস্ত ঈন্দ্রীয় গ্রাহ্য অাবদারের কসম
আমার রেখা, রশ্মির অসীমতা
কেবলা তার জন্য তোলা থাকে
কেবল তার জন্য....


সেই জন
সেই যে, যার কণ্ঠার সৌন্দর্য্য
চাহনির ধার
বুকের ছাতি
আমায় আহ্বান করতো মেয়ে থেকে নারীতে
নিরব নিরব ধুমে
অষ্টাদষীর কাঁপা কাঁপা ঘুমে......


অপেক্ষারা তাই আজো ব্যাকুল হয়
নিমগ্ন উচ্ছাসের মতো করে ঢেউ তুলে
মনের বালুকাবেলায় তার পায়ের ছাপ দেখবে বলে
তারপর সূর্যাস্ত, সূর্যোদয়
সব এক করা
সমস্তবেলা কোচর ভরে তাকে নিবেদনের জন্য...।