যদি কখনো প্রশ্ন করো-
তোমার উপর আর কোনো রাগ আছে কিনা?
তবে বলব-
তোমার জন্য মন খারাপ করে দিন কাটানোর সাথে সাথে,
রাগ গুলোও কাটিয়ে উঠেছি!


যদি জানতে চাও-
আর কোনো অভিমান অবশিষ্ট আছে কিনা?
তবে বলব-
তোমার জন্য ফেলা চোখের জল মুছার সাথে সাথে,
অভিমানটুকুও মুছে নিয়েছি।


যদি শুনতে চাও -
অভিশাপ দিয়েছি কিনা?
তবে বলব-
দোয়াতে নিজের হার মেনে নিয়ে তোমারই জয় খুঁজেছি।


যদি খোঁজ নিতে চাও-
আজও তোমায় ভেবে খারাপ থাকি কিনা,
কিংবা ভালো আছি কিনা?
তবে বলব-
"নিঃশ্বাস তো নিচ্ছি, ভালো আছি বলতে শিখেছি,
ভালোই তো আছি''!


যদি জানতে চাও-
প্রার্থনায় তোমার জন্য চোখে জল আসে কিনা?
তবে বলব-
প্রার্থনার শেষে তোমাকে মনে করে শুধু একটুখানি হাসি।


যদি বুঝতে চাও-
তোমায় ক্ষমা করেছি কিনা?
তবে বলব,
তোমায় ক্ষমাটুকুই আর করা হলো না।
ক্ষমা করলে যে নিজের সাথেই অন্যায় করা হবে,
তাই,
নিজেই নিজের কাছে আর অপরাধী হলাম না।


যদি হঠাৎ করে ব্যাকুল হয়ে জানতে চাও ,
এখনো তোমায় ভালোবাসি কিনা?
তবে বলব-
তোমায় এখন আমি প্রাক্তন বলেই চিনি,
তোমার প্রশ্নের উওরটা না'ই বা হোক জানাজানি!


✅মেহেদী হাসান রনি