তুমিতো জানোই-
আমার কষ্টেরা তবু মিছিল করেনা
ওরা অগোছালো, বিক্ষিপ্ত, ভবঘুরে
একরাশ জলরাশি নিয়ে বুকে
চুপচাপ শুয়ে থাকে বঙ্গোপসাগরে।  


আমি ওদের ভালোবাসি খুব।  
ও আমার পুরনো অসুখ!
সবাই ছেঁড়ে ছুঁড়ে গেলেও-  
ওরা কক্ষনো আমাকে একা হতে দেয়নি!  


জানো!-
ওরা এসেছিল বলেই
জীবন এত গভীর,
এত ভ্রান্তি প্রবোধ!  
ওরা পাশে ছিল বলেই  
চোখ জোড়া পলাশের মত লাল
চিৎকার করে বলি -
আমিও মানুষ!