ছোট্ট ছুঁড়ি পাকা বুড়ী
মুখে পাকা কথা,
সকল  সময় খেলা করে
নিয়ে পুষ্প লতা |


সকাল সাঁঝে করে পূজা
বসে ঠাকুর ঘরে,
আজ'কে কেনো শুয়ে আছে
ভুগছে যেনো জ্বরে!


সখীর সাথে নিত্য করে
পুতুল বিয়ের খেলা,
বিয়ের পরে বিদায় দিয়ে
কাঁদছে ছুঁড়ি মেলা!


পুতুল বিয়ে দিয়ে মেয়ে
হলো পুতুল হারা,
নয়ন পাতে বইছে যেন
আষাঢ় শ্রাবণ ধারা!


মুখ ফুলিয়ে বসে আছে
হয়ে ভীষণ দুখী,
অনেক গুলি কিনবো পুতুল
বলছে ছোট্ট খুকী !


মেলা থেকে কিনলো পুতুল
হলো বেজায় খুশি,
কিনে আনলো জ্যান্তা খরগোশ
আরো একটা পুষি৷