দেশের বুকে রক্তের ছোপে,
বেড়ে উঠছে লোভী আগাছা,
স্বপ্নের ক্ষণ বেড়ে বেড়ে মৃত্যুর মিছিলে
বাড়ে আরও কিছু মৃত্যু।
প্রবল বাঁধভাঙ্গা স্বপ্নে মৃত্যুর মিছিল,
মৃত্যুরা হেঁটে চলে নগ্ন পায়ে,
পীচঢালা পথে রক্তের স্রোত,
হাঁটি হাঁটি পায়ে ছুটোছুটি মৃত্যুর শৈশব, কৈশর, যৌবন।
দূর্লভ নেশা, দুরন্ত প্রতাপ,
প্রান ঝরে নিঃশেষ হয়ে যাক মানবতা,
মৃত্যু মিছিলে বাড়ুক আরও কিছু মৃত্যু।
রাতের পর রাত যে স্বপ্নে শুধু রক্ত দেখে,
দিনের পর দিন সে বন্য হতে থাকে।
বিতর্কিত নষ্টামীর পালা গায় দিন রাত,
মিছিলে, মিটিংএ।
এখানেও সামাজিক বৈষম্য আর শোষণ,
পুঁজিবাদের উৎসব,
ক্ষমতা লোভীর চাতুরতা,
ক্ষমতার লোভে চাপা পড়ছে মানুষ,
প্রান বিসর্জন দিচ্ছে স্বপ্ন।
রাজকীয় ভোজে তাঁর সামনে কঙ্কালের তৈরী থালা বাসন।
মৃত্যু বিহঙ্গ ডানামেলে রক্ত বর্ণ বিড়ম্বনায়,
তার স্বেচ্ছাচারী স্বাধীনতার অসম সংবিধানের পাতা।
বেওয়ারিশ আজ রেসকোর্সের ময়দান,
শাপলা, শাহবাগ পাল্টে দিয়ে রচনায় নতুন অভিধান।
স্বপ্নের বিড়ম্বনাতে স্বাধীনতার চাবি,
নিশুতি রাতে অমাবস্যার এই কোন দশা?
অতন্দ্র প্রহরী তুমি মানচিত্রের প্রতি ইঞ্চিতে,
বকধার্মিক শাসকের কবলে ধর্ম ব্যবসায়ীর স্বপ্ন।
উৎসর্গ ......প্রায়াত সাংবাদিক আলতাফ মাহবুবকে