বলছো যখন, দূরেই চলে যাবো
তাড়িয়ে দেয়ার এত্ত যখন তাড়া-
দূরের থেকে’ই দেখবো চেয়ে তুমি
কেমন থাকো এই আমাকে ছাড়া।


আমার চোখের নীল’চে আকাশ জুড়ে
চাঁদ ছিল না, তুমি’ই শুধু ছিলে
চোখের ভাষায় কাব্য লেখা হতো
তোমার রূপের আলোর অন্তমিলে।
‘প্রিয়’ই ছিলাম তোমার কাছে আমি-
একটা সময়, যদিও এখন ‘পর’
নেই জানা কি ভুলের মাসুল দিতে
এমন সাজা খাটছি নিরন্তর!


ঘুমকাতুরে একলা সকাল বেলা
আর পাবো না হয়তো তোমার ছোঁয়া
জলের ভারে ঝাপসা হওয়া চোখে
ভাসবে তোমার সৃত্নির ধূষর ধোয়া।
দুপুর হলেই বইবে বিষন্নতা
বিকেল বেলা বসবো পথের ধারে,
সন্ধা বেলা আকাশটা লাল হলে
হয়তো আমায় মনেও পরতে পারে।


কিংবা একেবারে’ই ভুলে যাবে
তোমার-আমার সৃত্নির রেখা সব
ভুলেই যাবে লাল’চে সাঁঝের বেলা
আমার ভালবাসার অনুভব।


এরপরে রাত আসবে আঁধার নিয়ে
নিভে যাবে দিনের সকল আলো
তুমিহীনা একলা রাতের বেলা
আমি ভীষন ভীষন আগোছালো!


যা হোক হবে, দূরেই চলে যাই
নিজের মতো করে’ই তুমি থাকো
যাওয়ার আগে একটা কথা বলি-
ডাকলে আমার ফেরত পাবে নাকো।