কুয়াশার চাদরে মোড়ানো ঊষা,
আসে শীত পৌষ মাসে যেন সহসা।
খেজুরের রসে ভরা কত পিঠা পুলি,
মাঝে মাঝে হিম বায়ু কি করে তা ভুলি?
মাঘ শেষে শীত যায় আসে ফাল্গুন,
ফুলে ফুলে অলি উড়ে গায় গুন গুন।
শিমুলের লাল রঙে কোকিলের ছন্দ,
চৈত্রের শেষে যায় ঋতুরাজ বসন্ত।
বৈশাখে হয় ঝড় কালবৈশাখী,
জৈষ্ঠকে মধু মাস বলে মোরা ডাকি।
গাছে গাছে পাকে কত আম-জাম-লিচু,
গ্রীষ্মের দাবদাহ ছাড়বেনা পিছু।
আষাঢ়ে ঘন দেয়া ডাকে গুড় গুড়,
দিনমান বারিধারা ঝরে ঝর ঝর।
ময়ুরী পেখম মেলে নেচে উঠে শ্রাবণে,
মরা নদী জেগে উঠে বর্ষার প্লাবনে।
শরৎ আসে ভাদ্র মাসে সাদা মেঘের ভেলায়,
শাপলা আর কাশফুলেতে মন হারিয়ে যায়।
শিউলী ফুলের স্নিগ্ধতা আশ্বিনের প্রভাতে,
রোদ-মেঘের লুকোচুরি ঋতুরানী শরতে।
কার্তিকে হেমন্ত আসে শিশির ধানের ডগায়,
হাসনাহেনা- জুই -চামেলি গন্ধে ভুবন ভরায়।
চাঁদ হাসে প্রাণ খুলে অঘ্রাণের আকাশে,
শীতকে দেয় ডাক মৃদু মন্দ বাতাসে।।