ধরায় ফিরল নতুন প্রাণ,
চাতকীর তৃষ্ণার হলো অবসান।
ঘন দেয়ায় ছেয়েছে গগণ,
নাচছে ময়ূরী উতলা পবন।
নব সাজে প্রকৃতি বন-বট-বিটপী,
লেখা হয় কতো কাব্য,চিত্রকর তোলে ছবি।
হরষে আজ পুলকিত সবি,
সাজ সাজ রব মন যেন হতে চায় কবি ।
প্রাত বর্ষায় তব আগমন,
ধূয়ে দিয়ে যাও যতো পুরাতন,
তোমার ধারাতে হয়ে সচেতন,
বিবাগী হতে চায় দেহ-তনু-মন।