অবচেতন মন সহসা চকিত হয়ে উঠে,
স্নায়ুকোষ গুলো হঠাৎ জড়তা ভেঙ্গে-
আন্দোলন শুরু করে মস্তিষ্কের ভেতরে,
অচেনা এক অনুভূতি গ্রাস করে আমাকে।
কোন রহস্যের অন্তর্জালে আমি আবদ্ধ,
সব আলো ঢাকা পড়েছে অন্ধকারে।
যেন অথৈ সিন্ধু হতে মুক্ত খোঁজার ব্যর্থ
প্রচেষ্টায় পড়ে আছি আমি অকূল পাথারে।
নিউরনেরা বিস্ময়ে প্রশ্ন করে কেন এ আবেগ?
সকল প্রশ্নের উত্তর জানে ঐ দুটি চোখ।
যেই নেত্রজোড়া দেখেছিলাম কেবল এক পলকে,
উত্তর খুঁজে ফেরে শুধুই অদেখা তোমাকে।