অনেক দিন পরে ভীরু ভীরু মনে,
তোমাকে নক করলাম মেসেঞ্জারে।
কেমন আছ?
ভালো, তুমি কেমন?
কি বলব তোমায় ভালো, খুব ভালো নাকি
ভালো না,
কিছুতেই উত্তরের সন্ধান মিলছে না।
তবু বললাম, আছি কোনো রকম।
হৃদয় ঘন্টায় বাজছে তখন ঢুম ঢুম ঢুম।
অনেক দিন পরে কথা তাই না?
হ্যাঁ, ভীষণ ব্যস্ত, সময় পাই না।
অথচ এখনো কি নির্মল স্মৃতি চোখে ভাসে,
থাকতে তুমি সর্বদা আমার আশেপাশে।
সে কথা বলার সাহস নাই যে আজ,
মরচে ধরেছে মন মন্দিরে ভাঙ্গছে তারি ভাজ।
আবার প্রশ্ন করি কি করছো এখন?
চাকরি সূত্রে আজকে হেথা কালকে হোথা ভ্রমণ।
তুমি?
জীবন সমরে আমিও হয়েছি সামিল,
মন সমুদ্রে বাড়ছে ঢেউয়ের মিছিল।
বিয়ে করেছো?
বললে,করেছি,এইতো কদিন হলো।
অনিয়ত লহরী জলোচ্ছ্বাস হয়ে-
মন মন্দিরে আঘাত হানলো,
মরচে ধরা মন্দির তখন ভেঙ্গে হলো তছনছ,
কি প্রশ্ন শুধাবো আর মনে জাগে সংকোচ।
কম্পিত ওষ্ঠাধরে প্রবল বেগে পড়ছিল
চোখ থেকে বয়ে চলা ঝর্ণা,
শুধালে,সময় তো কেটে গেলো,
বিয়ের রংয়ে হয়েছো কি সপ্তবর্ণা?
আজও আছি একা, এই তো বেশ,
ভাবনায় মিশে আছে কেউ অনিমেষ।
এরপর বললে,তুমি এখন পরিপক্ক আগের চেয়ে,
বললাম,জীবন বড় বিচিত্র, প্রয়োজনে সব দেয় শিখিয়ে।
সাহস নেই আর কথোপকথন চালিয়ে যাওয়ার,
ভালো থেকো আমায় ভুলে নিয়ে নতুন সংসার।
বললে,তুমি?
আগেই বলেছি জীবন বড় বৈচিত্র্যময়,
সেই করবে জীবনটাকে আবার ছন্দময়।।