বছর ঘুরে আসছে আবার
আবার পহেলা বৈশাখ,
ধুয়ে যাবে সব পুরাতন
নতুন দিচ্ছে ডাক।


গ্রাম বাংলার হাটে মাঠে
জমবে আবার মেলা,
রমন রমনী মনের সুখে
চড়বে নাগর দোলা।


ললনা সব একই সাজে
দৃষ্টি ফেরানো দায়,
রেশমী চুড়ি হাতে দিয়ে
আলতা পরে পায়।


লাল পাড়ের সাদা শাড়ি
দেখতে দারুণ মিষ্টি,
তাইনা দেখে কিশোর যুবা
করবে অনা সৃষ্টি।


পান্তা ভাত ইলিশ ভাজা
আহা কি যে স্বাদ,
মন্ডা মিঠাই হাতি ঘোড়া
কোনটা যাবে বাদ।


বাঙ্গালী মোরা মোদের আছে
নিজস্ব ঐতিহ্য,
মজার ছলে নোংরামি যে
করবো নাকো সহ্য।


মঙ্গল শোভাযাত্রা দিয়ে
করবো বর্ষ বরণ,
এসো সবে মোদের ঘরে
রইল নিমন্ত্রণ।।